৫ পৌষ, ১৪৩২ - ১৯ ডিসেম্বর, ২০২৫ - 19 December, 2025

ছাত্র সংসদ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছেন বেরোবি প্রশাসন

1 month ago
95


সবকিছু ঠিক থাকলে এই বছরের ডিসেম্বরেই নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনী বিধিমালা অনুমোদনের পর নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংসদ ব্রাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে কমিশন গঠনের প্রস্তুতি চূড়ান্ত। ৮ হাজার শিক্ষার্থী অপেক্ষার প্রহর গুনছে তাদের অধিকার আদায়ের সোচ্চার হবে এমন প্রতিনিধি বেছে নেয়ার জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সবকিছু ঠিক থাকলে এই বছরের ডিসেম্বরেই হবে নির্বাচন।

উত্তরের উচ্চ শিক্ষার বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীরা ছাত্র সংসদের ফি দিয়ে আসলেও আইন না থাকায় হয়নি নির্বাচন। বারবার দাবির পরও তৎকালীন প্রশাসনের ভূমিকা ছিল নিরব। তবে ৫ আগস্ট এর পর সরকার পরিবর্তন হলে বেরোবির লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয় ,দাবি উঠে ছাত্র সংসদ নির্বাচনের, শুরু হয় আন্দোলন।

জানতে চাইলে কয়েকজন শিক্ষার্থী বলেন, আন্দোলনের মুখে ২৮ শে অক্টোবর আচার্য রাষ্ট্রপতির সাক্ষরে অনুমোদন পায় নির্বাচনের বিধিমালা এতে খুশি শিক্ষার্থীরা চান দ্রুত ছাত্র সংসদ নির্বাচন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।

বেরোবি ভিসি প্রফেসর ড. মোঃ শওকত আলী বলেন, চলতি বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে চাই। বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচনে সুষ্ঠু ভাবে করতে কাজ করবে প্রশাসন। শীঘ্রই আসবে রোডম্যাপ বলে জানালেন উপাচার্য ।

উল্লেখ্য-বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২২ বিভাগে শিক্ষার্থী প্রায় আট হাজার। কেন্দ্রীয় সংসদের ১৩ টি আর হল সংসদে নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth