রৌমারীতে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচীর উদ্বোধন
রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. কামরুজ্জামান পাইকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. কায়ুইম চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রাসরণ কর্মকর্তা মো. একরামুল হক ও সকল কৃষি উপ-সহকারী অফিসারসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি ২০২৫-২০২৬ মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা ২ হাজার ৭শ জন, গম ৯শ জন, বাদাম ১শ ৩০ জন, মসুর ডাল ৪০ জন, মুগডাল ৪০ জন, অরহর (ডাল জাতীয়) ২০ জন, পিয়াজ ৫০ জন, খেসারী ডাল ৫০ জন ও সূর্যমুখী ১০ জনকে এবারের প্রণোদনা আওতায় আনা হবে।
রৌমারী উপজেলা কৃষি অফিসার মো. কাইয়ুম চৌধুরী জানান, প্রণোদনার মাধমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যের সার ও বীজ বিতরণ করা হচ্ছে। আশা করছি চলতি মৌসুমে কৃষকরা বেশি ফলন ও উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ হবেন।