রাজারহাটে রেজিয়া বেগম ক্বওমী মাদরাসার বার্ষিক ক্রীড়া ও কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে রেজিয়া বেগম ক্বওমী মাদরাসার বার্ষিক ক্রীড়া ও কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩নভেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের মাঠে শিক্ষার্থীদের নিয়ে দড়ি টানা (ঐতিহ্যবাহী দলগত খেলা), হাড়িভাঙ্গা খেলা, হলি বল খেলা (ভলিবল), ব্যাডমিন্টন খেলা, মোরগ খেলা, ক্যাঙ্গারু খেলা ও বিস্কুট খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া পবিত্র কোরআন তেলাওয়াতের প্রতিযোগীতা হয়। শেষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মনসুর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সহাকারি অধ্যাপক(অব:) রেজাউল করিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন, আ: হামিদ বসুনিয়া,আলহাজ্ব হামিদুল ইসলাম লেবু, ইউপি সদস্য হবিবুর রহমান হবি, আলহাজ্ব নুরুল হক নুরল ও মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানার মুফতী আজম আলী।