২৮ কার্তিক, ১৪৩২ - ১২ নভেম্বর, ২০২৫ - 12 November, 2025

রংপুর ২ আসনে বিএনপি'র প্রার্থী হলেন মোহাম্মদ আলী সরকার

নিজস্ব প্রতিবেদক
1 week ago
144


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থীদের (প্রাথমিক) নাম ঘোষণা করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন। রংপুর-২ (বদরগঞ্জ তারাগঞ্জ) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা মোহাম্মদ আলী সরকারের নাম ঘোষণা করেছে দলটি।

মোহাম্মদ আলী সরকার ২০০৮ সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে ভোট করেছিলেন, পরে বিএনপিতে যোগ দেন। বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করায় তিনি নির্বাচন করেন নাই। ২০১৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আহসানুল হক চৌধুরীর কাছে পরাজিত হন।পরে রংপুর জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth