মাদকমুক্ত ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মতবিনিময় সভায় মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু
রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর):
দিনাজপুর-৫, (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী
নূরুল হুদা বাবু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বলেছেন বিএনপি কখনোই আওয়ামী লীগের ধারায় দেশ শাসন করেনি, আগামীতেও তা করবে না।
আজ সোমবার দুপুরে পার্বতীপুর প্রেস ক্লাবে আয়োজিত এই সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী পরিকল্পনা, স্থানীয় উন্নয়ন ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করেন। এতে বক্তব্য রাখেন- পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু ও সাংবাদিক বদরুদোজ্জা বুলু, আমাদের নুরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, এই মুহুর্তে এ এলাকার তরুণদের বড় সমস্যা মাদকাশক্তি। জীবন বিনাশী এই প্রবনতা থেকে তাদের মুক্ত করতে হলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ জন্য তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। এ সময় তিনি পার্বতীপুর ও ফুলবাড়ী বাসীর যে কোন সমস্যা সংকটে সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থের জন্য নয়। আমি চাই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুশিক্ষিত ও আধুনিক পার্বতীপুর ও ফুলবাড়ী এলাকা উপহার দিতে জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে দিনাজপুর-৫, (পার্বতীপুর-ফুলবাড়ী) আসন নতুনভাবে গড়ে তুলতে চাই।” এখানে উন্নয়নের কোন বৈষম্য থাকবে না।
পার্বতীপুর প্রেস ক্লাবে মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।