২০ কার্তিক, ১৪৩২ - ০৪ নভেম্বর, ২০২৫ - 04 November, 2025

শহীদ আবু সাঈদের কবর জেয়ারত করে নির্বাচনের প্রচারণা শুরু বিএনপির

6 hours ago
33


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ 

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত প্রয়াত শহীদ আবু সাঈদ এর কবর জেয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক ও রংপুর-৬ পীরগঞ্জ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রাপ্ত সাইফুল ইসলাম।

মঙ্গলবার সকালে সাইফুল ইসলাম পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জেয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় বিএনপি’র দলীয় মনোনয়ন প্রাপ্ত সাইফুল ইসলাম তার প্রতিক্রিয়ায় শহীদ আবু সাঈদ প্রসঙ্গে বলেন, শহীদ আবু সাঈদ একটা বৈষম্যহীন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠান জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ আমরা ভুলবো না। আমরা গর্বিত যে আবু সাঈদ আমাদের পীরগঞ্জের সন্তান। সে সঙ্গে তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, আগামী সংসদ নির্বাচনে দেশ বাসীর সমর্থনে বিএনপি সরকার গঠন করে বৈষম্যহীন থেকে দেশের উন্নয়নে কাজ করে যাবে। তাহাকে মনোনয়ন দেয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মনোনয়নের ক্ষেত্রে দল সঠিক মুল্যায়ন করেছে।

আবু সাঈদ এর কবর জেয়ারত শেষে সাইফুল ইসলাম পীরগঞ্জ উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতিকের পক্ষে গণসংযোগ করেন। এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারন সম্পাদক জাকির হোসেন সহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth