২০ কার্তিক, ১৪৩২ - ০৪ নভেম্বর, ২০২৫ - 04 November, 2025

জামায়াতের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান

4 hours ago
13


বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের উদ্যোগে ৩, ৫ এবং ৬ নম্বরওয়ার্ড বিএনপির আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি দলীয় সূত্র জানায় সমাবেশে অত্র ইউপি'র জামায়াত নেতা রাখু মিয়ার নেতৃত্বে ৩'শ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে মনোহরপুর ইউনিয়নের ৩,৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ আয়োজনে গোডাউন বাজারের সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ প্রধান।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলাা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা,বৈদেশিক ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আঞ্জু,আজাহার আলী,বিএনপি নেতা মোস্তাক আহম্মেদ,ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম,মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ওস-

মান গণি,সাংগঠনিক সম্পাদক কাজী শরিফুল ইসলাম বাবু,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফুল মিয়া,৫ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন

ও ৬নং ওয়ার্ড বিএনপির  সভাপতি শাহজান মিয়া প্রমুখ।

এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন,আগামী জাতীয় সংসদ নিবার্চনে গাইবান্ধা-০৩ সংসদীয় আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিককে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। সমাবেশ চলাকালীন সময় জামায়াত নেতা রাখু

মিয়ার নেতৃত্বে জামায়াতের ৩ শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেন। এ সময় তারা ডা.মইনুল হাসান সাদিকের হাতে ফুলের তোড়া উপহার প্রদান করেন।

এদিকে ৩'শ নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদানের সত্যতা জানতে এক প্রশ্নের উত্তরে উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক আবু আলা মওদুদ যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth