২০ কার্তিক, ১৪৩২ - ০৪ নভেম্বর, ২০২৫ - 04 November, 2025

চিলমারীতে এনটিআরসিএ কর্তৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান

4 hours ago
29


চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে এনটিআরসিএ কর্তৃক নিয়োগ প্রাপ্ত ৭০জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ হল রুমে মঙ্গলবার বিকেলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা গেছে,বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর পঞ্চম ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত  হয়ে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় নিয়োগ প্রাপ্ত মোট ৭০জন শিক্ষককে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চিলমারী উপজেলা শাখার উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল সরকার ও উপজেলা আমীর অধ্যাপক নুর আলম মুকুল।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চিলমারী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হযরত আলীর সভাপতিত্বে ও অধ্যাপক রাশিদুল আলম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রাজারভিটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড.মিনহাজুল ইসলাম,সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান সালু, আব্দুর রহমান রতন,প্রধান শিক্ষক তাসভিরুল ইসলাম লকেট,সাজ্জাদুর রহমান সাজু, জামায়াতে ইসলামী চিলমারী উপজেলা শাখার সাধারন সম্পাদক ফজলুল করিম মিঠুন,যুব বিভাগের সভাপতি মাওলানা জিয়াউর রহমান জিয়া,কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী মিডিয়া প্রধান নাজমুল হুদা সাগর প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth