২০ কার্তিক, ১৪৩২ - ০৪ নভেম্বর, ২০২৫ - 04 November, 2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ কাউনিয়া পীরগাছায় আখতারের অবস্থান

4 hours ago
140


নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ কাউনিয়া পীরগাছায় তরুনদের নবগঠিট রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেনের নির্বাচন নিয়ে কথা হয়, হারাগাছ পৌর এনসিপি’র অন্যতম সদস্য মোঃ শিমুল মিয়া বলেন "আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন আমাদের গণতন্ত্রের নতুন অধ্যায়। এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয়—এটি দেশের মানুষকে তাদের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ দেয়। আমি বিশ্বাস করি, দেশের প্রতিটি নাগরিক পরিবর্তনের শক্তি। তাঁদের আশা, আস্থা এবং স্বপ্নকে সম্মান করাই আমাদের সর্বোচ্চ দায়িত্ব। আমি পরিষ্কারভাবে বলতে চাই—স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনই একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি। জনগণ যাতে বিনা ভয়-ভীতিতে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন রাজনীতিতে আছেন, তার প্রতিযোগিতায় নামে প্রতিপক্ষকে ছোট করতে নয়, বরং মানুষের সেবা করার সুযোগ পাওয়ার জন্য। তাই ব্যক্তিগত আক্রমণ নয়—উন্নয়ন, সমৃদ্ধি, মানবিক মূল্যবোধ এবং দেশের ভবিষ্যৎ নিয়েই হোক আমাদের প্রতিটি বক্তব্য, প্রতিটি প্রচারণা।

মোঃ শিমুল মিয়া আরও বলেন, আমি বিশ্বাস করি, জনগণই চূড়ান্ত শক্তি। তাঁদের রায়ই আমাদের পথ দেখাবে। জাতি ঐক্যবদ্ধ থাকলে যে কোনো সংকট জয় করা সম্ভব। আসুন, আমরা সবাই মিলে শান্তিপূর্ণ ভোট, ন্যায্য নির্বাচন ও গণতন্ত্রের অগ্রযাত্রাকে সমুন্নত রাখি। দেশের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিক জনগণ—আমরা তাদের পাশে আছি, থাকবো।" জাতীয় নাগরিক পার্টির এনসিপির নির্বাচনী প্রচারণায় তরুণ সংগ্রামী আখতার হোসেন  দেশের পরিবর্তনের অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই পথের একজন  অগ্রসেনানী আক্তার হোসেন, জাতীয় নাগরিক পার্টির নিবেদিত প্রাণ সদস্য সচিব, ছুটে বেড়াচ্ছেন জনগণের পাশে—গ্রাম থেকে শহর, চাষির মাঠ থেকে তরুণের আড্ডা পর্যন্ত।

তাঁর একটাই বিশ্বাস —দেশ বদলাবে তরুণের হাতে, সৎ রাজনীতির শক্তিতে। নির্বাচনী প্রচারণায় তিনি সাধারণ মানুষের দুঃখ–কষ্ট শুনছেন, আশার কথা বলছেন এবং জনগণের ভোটাধিকার রক্ষার অঙ্গীকার করছেন। আমরা বিশ্বাস করি, এমন তরুণ সংগ্রামী নেতার হাতেই গড়ে উঠবে নতুন প্রজন্মের রাজনীতি — যেখানে থাকবে সততা, দেশপ্রেম ও জনগণের কল্যাণের প্রতিশ্রুতি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth