২০ কার্তিক, ১৪৩২ - ০৪ নভেম্বর, ২০২৫ - 04 November, 2025

কুড়িগ্রামে ৪টি সংসদীয় আসনের বিএনপি’র প্রার্থী ঘোষণা নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস

4 hours ago
17


আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে ৪টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে প্রবল আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। চারটি সংসদীয় আসনে বিএনপি থেকে একাধিক ব্যক্তি মনোনয়নের জন্য দৌঁড়ঝাপ করলেও শিকে ছেঁড়েনি নতুনদের ভাগ্যে। পুরনো এবং পরীক্ষিতরাই প্রার্থী হিসেবে কাঙ্খিত মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাসের মাত্রাটি ছিল একটু বেশিই।

গত ৩ নভেম্বর সন্ধ্যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণায় কুড়িগ্রামের ৪টি আসনের মধ্যে কুড়িগ্রাম-০১ (ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা) সংসদীয় আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সাইফুর রহমান রানা।

কুড়িগ্রাম-০২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলা) সংসদীয় আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।

কুড়িগ্রাম-০৩ (উলিপুর) সংসদীয় আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সদস্য তাসভীর-উল ইসলাম।

কুড়িগ্রাম-০৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলা) সংসদীয় আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান।

সংসদীয় ৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণার পর পরই দলটির নেতাকর্মীরা প্রার্থীদের বাড়িতে ভীড় জমান। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন।

চিলমারী-রৌমারী ও রাজিবপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনে মনোনিত হয়েছেন আজিজুর রহমান। তিনি রৌমারী উপজেলা বিএনপির ১৭ বছরের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান।

এ বিষয়ে কুড়িগ্রাম-৪ আসনের মনোনিত প্রার্থী আজিজুর রহমান বলেন, আমি দীর্ঘদিন ধরে দলের পেছনে শ্রম দিয়েছি। এলাকার মানুষের সাথে কাজ করেছি। ২০১৮ সালে আমি মনোনয়ন পেয়েছিলাম। স্বৈরাচার সরকার তখন আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। সে সময় আমি মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু সেই কাজ করার সুযোগ পাইনি। এবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছে। জনগণ আমাকে বিজয়ী করলে আমার এলাকার প্রতিশ্রুতি কাজগুলো বাস্তবায়ন করতে চাই। আমি বিশ্বাস করি আমার দল আমার এলাকাবাসী সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth