পলাশবাড়ীতে শত্রুতা করে মিটার ভাংচুর ও রাতের আঁধারে জানালা দিয়ে ইট নিক্ষেপ, গৃহকর্তার ছেলে আহত
গাইবান্ধা প্রতিনিধিঃ
পলাশবাড়ী পৌর এলাকায় শত্রুতাবশত বিদুৎতের মিটার ভাংচুর। রাতের আঁধারে ঘরের জানালা ইট নিক্ষেপ নবম শ্রেণির পড়ুয়া ছাত্র আহত। থানায় অভিযোগ। পুলিশের ঘটনাস্থল পরিদর্শন।
অভিযোগ ও সরেজমিনে প্রকাশ, পলাশবাড়ী পৌর এলাকার বৈরীহরিণমারী গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে মো. গোলাম হোসেন এর সাথে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা শত্রুতা করিয়া আসিতেছিল।
একপর্যায়ে সম্প্রতি গোলাম হোসেন এর পলাশবাড়ী (ড্রীমল্যান্ড) এডুকেশনাল পার্ক সংলগ্ন নির্মাণাধীন বাসার বিদ্যুৎতের মিটার (নং-৬৯০৭৭১) ও লাইট রাতের আঁধারে ভাংচুর করে। এ ঘটনার ক'দিন পর ১২/১১/২৫ ইং তারিখে গোলাম হোসেন এর বসত বাড়িতে ভোর রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা জানালায় ইট ছুঁড়ে মারে। ইটের ভাংগা টুকরোর আঘাতে ঘরে ঘুমন্ত গোলাম হোসেন এর নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে নাহিদ ইসলাম শুভ আহত হয়। এছাড়াও এর আগে তার বাড়ির গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়।
আর এলাকায় নেশাখোরদের আনাগোনা ব্যাপকহারে বেড়ে গেছে। ফলে গোলাম হোসেন নিজ অর্থ ব্যায়ে রাস্তায় বিদ্যুৎতের লাইটিং এর ব্যবস্থা করেন। এতে নেশাখোরদের আনাগোনা অনেকাংশে কমে যায়। এটাও তার শত্রুতার কারণ বলে ভুক্তভোগী এ প্রতিবেদককে জানান।
এসব ঘটনায় গোলাম হোসেন পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করলে, পলাশবাড়ী থানা পুলিশ বৃহস্পতিবার ২০শে নভেম্বর ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন।
এব্যাপারে ভুক্তভোগী গোলাম হোসেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এলাকার সচেতন মহল সহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।।