৭ অগ্রহায়ণ, ১৪৩২ - ২১ নভেম্বর, ২০২৫ - 21 November, 2025

ব্রাকসু নির্বাচনের পুনঃতফসিল প্রকাশ

20 hours ago
35


বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ব্রাকসু) নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহ্জামান, সহকারী নির্বাচন কমিশনার মো. আমির শরীফ, মো. মাসুদ রানা, ড. প্রদীপ কুমার সরকার, ড. মোহসীনা আহসান ও মো. হাসান আলী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন তফসিল অনুযায়ী—

খসড়া ভোটার তালিকা প্রকাশ: ২২ নভেম্বর

ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি: ২৪ নভেম্বর

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ২৬ নভেম্বর

মনোনয়নপত্র বিতরণ ও দাখিল (ডোপ টেস্টসহ): ২৭ নভেম্বর–৩ ডিসেম্বর

মনোনয়নপত্র বাছাই: ৪–৬ ডিসেম্বর

প্রার্থীদের প্রাথমিক তালিকা: ৭ ডিসেম্বর

প্রাথমিক তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি: ৮ ডিসেম্বর

মনোনয়ন প্রত্যাহার: ৯ ডিসেম্বর

প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ১০ ডিসেম্বর

ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা: ২৪ ডিসেম্বর

পূর্বে ঘোষিত তফসিলকে “অযৌক্তিক ও বিভ্রান্তিকর” উল্লেখ করে একদল শিক্ষার্থী ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে নির্বাচন প্রত্যাখ্যান করেছিলেন।

এদিকে ব্রাকসু নির্বাচন, প্রথম সমাবর্তন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের কারণে বেরোবির শীতকালীন ছুটি পিছিয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth