২২ পৌষ, ১৪৩২ - ০৫ জানুয়ারি, ২০২৬ - 05 January, 2026

বেগম খালেদা জিয়া'র আত্মার শান্তি কামনায় গঙ্গাচড়ায় প্রার্থনা ও শোক সভা

1 day ago
116


নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া'র বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শুক্রবার রাতে গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দিরে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক কমল কান্ত রায়, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায়, গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি শিবেন রায়, শ্যামল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নির্মল রায়, গজেন রায়, কোষাধ্যক্ষ সুধীর চন্দ্র বর্মন, সহ কোষাধ্যক্ষ সুরেশ রায়, সদস্য ডালিম কুমার রায়, হরেন রায়, অনন্ত রায়, বলাই রায়, নিখিল রায় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা করেন । এছাড়া তাঁর  আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এর আগে অবিনাশ চক্রবর্তীর পরিচালনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth