ঘোড়াঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার
ঘোড়াঘাট প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কুলানন্দনপুর এলাকায় অবৈধ বালু পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কুলানন্দনপুর এলাকার মমতাজ আলীর ছেলে শামীম মিয়া (৩৫) এবং একই এলাকার কালান হোসেনের ছেলে শরীয়ত হোসেন (৩০)। এ বিষয়ে গত ৩০ ডিসেম্বর বুলাকীপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি মামলা (এজাহার) দায়ের করেন । মামলা দায়েরের পর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কুলানন্দনপুর এলাকায় পুলিশ অভিযান চালায় । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর, নাপিতপাড়া ও শালিকাদহের পূর্ব ও পশ্চিমপাড়া এলাকায় করতোয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। অভিযানে বালু পয়েন্ট থেকে হাতে নাতে এজাহারনামীয় আসামি শামীম ও শরীয়তকে গ্রেপ্তার করা হয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ‘অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের এই অভিযান। এজাহারনামীয় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।’