পীরগঞ্জে শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে মা সমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়ন, শতভাগ ভর্তি ও ঝরেপড়া রোধে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজনে বিদ্যালয় মাঠ চত্তরে এই সমাবেশ হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন,পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সাবেক চেয়ারম্যান রনজিত কুমার রায়,সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: মোজাম্মেল হক, অভিভাবক মনিকা সরেন প্রমুখ।
আলোচনা শেষে বিদ্যালয়ের চত্তরে সবুজ ক্লাব উৎসব মেলা পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরবর্তীতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।