বীরগঞ্জ শিক্ষক-কর্মচারীবৃন্দের মানববন্ধন

শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদে এবং ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
এমপিও ভূক্ত শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের আন্দোলনে ঢাকায় শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষক ও কর্মচারীবৃন্দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বেসরকারী স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে মঙ্গলবার সকালে পৌর শহরের বিজয় চত্ত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খামার খড়িকাদম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের, দলুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহাজাহান কবির, শীতলাই আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মছির উদ্দিন, মরিচা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহফুজা বেগম, রহিম বখস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সমিজ উদ্দিন, জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল ইসলাম, বটতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান সিরাজ সিপন, আমতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা কালব সেক্রেটারী মোঃ মিজানুর রহমান, আমিনা করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কুমার সরকার প্রমুখ।